নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনের দুয়ার

নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনের দুয়ার

তারেক হায়দার, কক্সবাজার: পরিবেশ সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে টানা নয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের পর্যটন কার্যক্রমের শেষ দিন।

সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও এ বছর দ্বীপের পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সেই সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে আগামীকাল থেকে আগামী অক্টোবর পর্যন্ত কোনো পর্যটক প্রবাল দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, আজ শেষবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে যাচ্ছে। রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি থাকবে না। সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ভবিষ্যতে জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত হবে।

এদিকে, পর্যটন বন্ধের আকস্মিক সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, “সময়সীমা কমিয়ে আোনায় অনেক ব্যবসায়ী বিনিয়োগের টাকা তুলতে পারেননি। বেশিরভাগই এবার লাভের বদলে বড় অঙ্কের লোকসানে পড়েছেন। পর্যটক বন্ধ থাকায় আগামী কয়েক মাস এখানকার মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়বে।”

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “দ্বীপের অধিকাংশ মানুষই পর্যটননির্ভর জীবিকা নির্বাহ করেন। হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ বন্ধ হওয়ায় কর্মসংস্থান হারিয়ে সবাই হতাশ হয়ে পড়েছেন।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন