হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সম্পন্ন

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগর ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইতিহাসের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই সমাবর্তনে বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে উত্তীর্ণ মোট ১,৭৫৪ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়।

মহামান্য চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে কোনো শিক্ষার্থী যেন আর লাশ হয়ে না ফেরে, আমরা এমন এক নিরাপদ ও মানবিক ক্যাম্পাস চাই। নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন উচ্চশিক্ষা আধুনিক জাতি গঠনে অপরিহার্য।”

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি গ্র্যাজুয়েটদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “হামদর্দ বিশ্ববিদ্যালয় সবসময়ই দক্ষ মানবসম্পদ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মনজুরুল আলম। সমাবর্তন শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার অঙ্গনে এক নতুন মাইলফলক স্পর্শ করল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন