ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাজীপুরের শ্রীপুরে ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সাতখামাইর বাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচারণা কার্যক্রমে একটি সুসজ্জিত গাড়িতে শক্তিশালী সাউন্ড সিস্টেম ও বড় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে ভোটারদের নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হচ্ছে।
পাশাপাশি, সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে তাঁদের ভাবনা ও প্রত্যাশা জানতে একটি বিশেষ ‘মতামত বাক্স’ রাখা হয়েছে। সেখানে স্থানীয়রা তাঁদের লিখিত মতামত জমা দিচ্ছেন এবং গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, ভোটারদের সচেতন করতে এবং নির্বাচনে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ভ্রাম্যমাণ প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। সাতখামাইর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ