লুৎফুজ্জামান বাবরকে বিজয়ী করতে ছাত্রদল ও ছাত্র জমিয়তের আহ্বান

লুৎফুজ্জামান বাবরকে বিজয়ী করতে ছাত্রদল ও ছাত্র জমিয়তের আহ্বান

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সমর্থিত এমপি পদপ্রার্থী লুৎফুজ্জামান বাবরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ জমিয়ত অফিসে ছাত্রদল ও ছাত্র জমিয়তের যৌথ মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।

এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস সাদী চৌধুরী (অপু), পৌর ছাত্রদলের সদস্য সচিব কিরণ খান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক হাফেজ নাজমুল হক শান্ত, পৌর ছাত্র জমিয়তের সভাপতি নিয়ামুল হক লিয়ন, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাকসুদুল হাসান মাসুম, রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয়তাবাদী শক্তির প্রার্থী লুৎফুজ্জামান বাবরকে বিজয়ী করা সময়ের দাবি। এজন্য ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন