মণিরামপুরে কলস প্রতীকের প্রার্থী শহীদ ইকবালের ব্যাপক গণসংযোগ

মণিরামপুরে কলস প্রতীকের প্রার্থী শহীদ ইকবালের ব্যাপক গণসংযোগ

আব্দুল্লাহ আল মামুন, যশোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার পাচাকড়ি নয়াবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নয়াবাজারের প্রধান প্রধান সড়ক ও বিপণিবিতানগুলোতে ঘুরে তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে বিএনপির এই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং তাঁর নির্বাচনী ইশতেহার সংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে শহীদ ইকবাল বলেন, “আমি কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে নয়, বরং মণিরামপুরের অবহেলিত মানুষের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে নতুন সাহস দিচ্ছে।”

প্রচারণাকালে তাঁর সঙ্গে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁরা ‘কলস’ প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। সাধারণ ভোটারদের মধ্যেও এই স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘনিয়ে আসায় মণিরামপুরের রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন