ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পদত্যাগের ঘোষণা দিয়েও সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
শনিবার (৩০ জানুয়ারি) বিকালে গণমাধ্যমকে সর্বমিত্র চাকমা বলেন, “শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা বলছেন, এভাবে পদত্যাগ করা গণবিরোধী হিসেবে আখ্যায়িত হবে এবং এটা তাদের সঙ্গে প্রতারণা। শিক্ষার্থীরা আমাকে বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ করতে বলেছেন। তাই আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।”
তিনি আরও বলেন, “ডাকসুর গঠনতন্ত্রেও পদত্যাগের বিষয়ে সাপোর্ট করে না।”
তবে গঠনতন্ত্রের কোন ধারায় এমন বলা হয়েছে—জানতে চাইলে সর্বমিত্র চাকমা বলেন, “পদত্যাগের বিষয়ে কোন কোন ধারা আছে, আমার জানা নাই।”
খোঁজ নিয়ে জানা গেছে, ডাকসুর গঠনতন্ত্রের ১২-এর খ ধারায় বলা হয়েছে, “কার্যনির্বাহী কমিটির কোনও সদস্য বা কোনও পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে, তার অবশিষ্ট মেয়াদের জন্য এখানে নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদটি পূরণ করা হবে।”
এর আগে গত বৃহস্পতিবার বিকালে সর্বমিত্র চাকমা গণমাধ্যমকে বলেছিলেন, “আমি আমার সিদ্ধান্তে অটল আছি। আমার কিছু কাজ পেন্ডিং রয়েছে। এসব কাজ শেষ করে আগামী দুইদিন পর পদত্যাগ করবো।” তবে, দুদিন বাদেই তিনি জানালেন পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা।
আইএ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ