ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, দিরাই: সুনামগঞ্জের দিরাই পৌর সদরে অবস্থিত সরকারি ডাক বাংলোর সরকারি নীতিমালা তোয়াক্কা না করে সেটিকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ধনোর বিরুদ্ধে। নিয়ম ভেঙে টাকার বিনিময়ে সাধারণ মানুষকে কক্ষ ভাড়া দেওয়া এবং অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সরকারি বিধিমালা অনুযায়ী, ডাক বাংলো শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকলেও, অনুসন্ধানে জানা গেছে কর্মচারী ধনো এটিকে সাধারণ আবাসিক হোটেলের মতো ব্যবহার করছেন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার (ব্র্যাক) চারজন কর্মী এবং একজন লন্ডন প্রবাসীকে অর্থের বিনিময়ে কক্ষ ভাড়া দেওয়ার তথ্য মিলেছে। এমনকি টাকার বিনিময়ে সেখানে নারী ও উঠতি বয়সের তরুণ-তরুণীদের অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সরকারি এই সম্পত্তির পরিবেশ অত্যন্ত অগোছালো। বাংলোর চারপাশে ধনোর ব্যক্তিগত ভ্যানগাড়ি রাখা এবং তিনি দিরাই বাজারে বিভিন্ন হকারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, পতিত আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য ডা. জয়া সেন গুপ্তার আশীর্বাদ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই সরকারি সম্পত্তির অপব্যবহার করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মচারী ধনো সাংবাদিক পরিচয় পেয়েই কথা না বলে ফোন কেটে দেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সাহা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিষয়টি আজই আমার নজরে এসেছে। সরকারি ডাক বাংলোর অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সচেতন মহলের দাবি, সরকারি সম্পত্তি রক্ষা এবং এর পবিত্রতা বজায় রাখতে অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে দোষীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ