ভালুকায় ডা. জাহিদের পক্ষে ভোট চাইলেন আসিফ মাহমুদ

ভালুকায় ডা. জাহিদের পক্ষে ভোট চাইলেন আসিফ মাহমুদ

জাকির হোসাইন রাজু, (ভালুকা) ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জুলাই বিপ্লবের অন্যতম রূপকার ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সৎ ও ত্যাগী নেতৃত্বের কোনো বিকল্প নেই। আজ শনিবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাপলা কলি প্রতীকের প্রার্থী ডা. জাহিদের সমর্থনে আয়োজিত এই সমাবেশে আসিফ মাহমুদ বলেন, "শহীদদের রক্তে ভেজা এই মাটিতে কোনো অপরাজনীতির ঠাঁই হবে না। আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি, যিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন।" তিনি উপস্থিত জনতাকে ডা. জাহিদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করে। জোটের পক্ষ থেকে ডা. জাহিদকে একজন জনবান্ধব ও শিক্ষিত প্রার্থী হিসেবে অভিহিত করে তার জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

সমাবেশ শেষে, আসিফ মাহমুদ ও জোটের নেতারা একটি বর্ণাঢ্য পথযাত্রায় অংশ নেন। পথযাত্রাটি ভালুকা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে আসিফ মাহমুদ ও ডা. জাহিদকে শুভেচ্ছা জানান।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ডা. জাহিদের নির্বাচনী প্রচার সেলের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন