ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনসহ রোমান সর্দার নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) কুমিল্লা শহরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। আটককৃত শিক্ষার্থী রোমান সর্দার গোপালগঞ্জ সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী কয়েকবার বাইরে যাওয়ার জন্য দায়িত্বরত পরিদর্শকদের ওপর চাপ সৃষ্টি করেন। এতে সন্দেহ হলে পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে তাঁর দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর কাছে একটি সচল মোবাইল ফোন পাওয়া যায়। উল্লেখ্য যে, তিনি পরীক্ষার শুরুতেই একটি মোবাইল ফোন জমা দিলেও কৌশলে দ্বিতীয় আরেকটি ফোন নিয়ে হলে প্রবেশ করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সমন্বয়ক ড. শাহিনুর বেগম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি ওই শিক্ষার্থীকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার পরপরই তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কেন্দ্র প্রধান সায়েদুর রহমান বলেন, "উক্ত শিক্ষার্থীর আচরণ অত্যন্ত সন্দেহজনক ছিল। উত্তরপত্র জমা দেওয়ার পর তিনি তা দায়িত্বরত পরিদর্শকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। আমাদের ধারণা, তিনি হয়তো কোনো জালিয়াতি চক্রের সাথে জড়িত। এ বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার পবিত্রতা ও স্বচ্ছতা রক্ষায় এ ধরনের অপরাধের ক্ষেত্রে ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ