বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা ও অপপ্রচারের অভিযোগ

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা ও অপপ্রচারের অভিযোগ

জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ  প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তসলিম তালুকদার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত শুক্রবার বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গেলে স্থানীয় জামায়াত কর্মীদের উসকানিতে হামলার ঘটনা ঘটে। এতে মো. সুজন (২৫) নামের এক কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​বিএনপি নেতাদের দাবি, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এ সময় শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনেকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের কড়া প্রতিবাদ জানানো হয়। প্রকৃত ঘটনাকে তুচ্ছ ব্যক্তিগত বিরোধ (বাসের টিকেট ভাড়া কেন্দ্রিক) উল্লেখ করে নেতারা বলেন, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রং দিয়ে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।

​সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও হেলিকপ্টার ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। ভোটারদের অর্থের বিনিময়ে প্রভাবিত করার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে মিথ্যা মামলার পায়তারা করা হচ্ছে।

​বক্তব্যের শেষ পর্যায়ে, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন