জামালপুরে জামায়াতের সমাবেশ: কাল ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান

জামালপুরে জামায়াতের সমাবেশ: কাল ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান

জামালপুর প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে বড় ধরনের প্রকাশ্য জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) জামালপুর জিলা স্কুল (সিংহজানি) মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলীয় আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুরে জামায়াতে ইসলামী সর্বশেষ ২০০১ সালে জনসম্মুখে বড় ধরনের সভা করেছিল। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠেয় এই জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই শহরের সিংহজানি স্কুল মাঠে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ পুরোদমে শুরু হয়েছে।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে জামালপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনসভার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, “নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমাদের কেন্দ্রীয় আমির আগামীকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার রাত থেকেই মাঠের প্রস্তুতি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।”

জেলা জামায়াতের আমির মো. আব্দুস সাত্তার জানান, জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৫০ হাজার নিবন্ধিত নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থক মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটার প্রত্যাশা করছেন তারা।

দীর্ঘদিন পর জামায়াতের এমন প্রকাশ্য ও বড় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে জেলার সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন