আলীকদমে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

আলীকদমে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী আলীকদম উপজেলায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে উপজেলার চৌমুহনী এলাকা থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে আলীকদম বাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান-৩০০ আসনের সংসদীয় প্রার্থী সাচিং প্রু জেরী। এ সময় তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ভোটারের প্রতি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন, মো. জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সভাপতি বান্দরবান জেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলীকদম উপজেলা  মো. আবুল কালাম, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসার আহমদসহ লামা, আলীকদম ও থানচি উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন