ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে যৌথ বাহিনীর সদস্যদের সাঁজোয়া যানসহ গোটা উপজেলাজুড়ে টহল দিতে দেখা যায়।
মহড়ায় নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে নিশ্চিত করা হয়।
ঘোড়াঘাট সেনা ক্যাম্পের আয়োজনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা এই মহড়ায় অংশ নেয়। মহড়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী পরিস্থিতি মোকাবিলা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং জরুরি অবস্থায় দ্রুত রেসপন্স দেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
মহড়া পরিদর্শনকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে এটি একটি সমন্বিত মহড়া। নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ