ইসমাঈল আযহার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায়

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায়

২০১৪ সালের জুলাই–আগস্টে সরকারবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আপিল আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে আবেদনটি কার্যতালিকার ৫৮ নম্বর ক্রমিকে উপস্থাপনের জন্য রাখা হয়।

এর আগে, গত ১৫ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে।

রাষ্ট্রপক্ষ জানায়, গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন। রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা শেষে আমৃত্যু কারাদণ্ডের সাজা বৃদ্ধি করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন এবং দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। রায়ের পূর্ণাঙ্গ কপি নয় দিন পর প্রকাশ করা হয়।

মামলায় তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হলেও ট্রাইব্যুনাল দুটি অভিযোগে ছয়টি ঘটনার ভিত্তিতে রায় দেন। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে উসকানিমূলক বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সঙ্গে ফোনালাপে হত্যার নির্দেশ এবং এর পরিণতিতে রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনা উল্লেখ করা হয়। এসব অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই ড্রোন, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশসংক্রান্ত ফোনালাপ, ৫ আগস্ট চানখারপুলে ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়। এসব ঘটনায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষ পরে এক অভিযোগে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, মোট আটটি যুক্তিতে এই আপিল দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

1

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

2

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

3

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

4

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

5

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

6

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

7

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

8

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

9

‘রানা প্লাজা ধস’ ছিল আওয়ামী লীগের তৈরি ট্র্যাজেডি

10

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

11

শাহজাদপুরে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

12

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

13

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

14

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

15

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

16

প্রশাসনিক কারণে প্রাথমিকের পাঁচশতাধিক শিক্ষককে ভিন্ন জেলায় ব

17

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

18

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

19

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

20
সর্বশেষ সব খবর