ইবনে জারির
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

আইনি জটিলতা এড়াতে তৎপর বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আইনি ও সময়গত এক জটিল চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দলীয় সূত্রে তার চলতি (নভেম্বর) মাসের শেষে দেশে ফেরার কথা জানানো হলেও, নির্বাচনে প্রার্থী হতে গেলে তাকে অবশ্যই নির্বাচন কমিশনের (ইসি) তফসিল ঘোষণার আগেই দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।

ইসি সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, যা তারেক রহমানের দেশে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনাকে এক কঠিন সময়সীমার মধ্যে ফেলে দিয়েছে।

মূল চ্যালেঞ্জ: নির্বাচনে লড়তে হলে তারেক রহমানকে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আগেই দেশে ফিরে ভোটার হতে হবে।

ভোটার না হওয়ার কারণ: ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় লন্ডনে থাকায় তিনি ও তার স্ত্রী ভোটার হতে পারেননি।

জটিল প্রক্রিয়া: তফসিলের পর ভোটার হতে হলে আদালতের বিশেষ অনুমতি এবং পাঁচ নির্বাচন কমিশনারের সর্বসম্মত সিদ্ধান্তের প্রয়োজন হয়, যা অত্যন্ত জটিল।

প্রার্থী ঘোষণা: বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

  • তফসিলের আগেই ভোটার হতে হবে
  • ২০০৮ সালের জটিলতা
  • তফসিলের পরে ভোটার হওয়া ‘অত্যন্ত জটিল’
  • প্রার্থী তালিকা ও রাজনৈতিক বাস্তবতা

নির্বাচন কমিশনের প্রবিধান অনুযায়ী, তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন পর্যন্ত ভোটার তালিকা চূড়ান্ত বলে গণ্য হয় এবং এই সময়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি বা স্থানান্তর সম্পূর্ণ বন্ধ থাকে। তারেক রহমানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে ছবিসহ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভোটার নম্বর গ্রহণ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জানিয়েছেন, তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন। অন্যদিকে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এই দুই সময়সীমা বিবেচনায়, তারেক রহমান দেশে ফেরার পর ভোটার হওয়ার জন্য হাতে মাত্র কয়েক দিন সময় পাবেন।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ওই সময়ে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দুজনেই লন্ডনে অবস্থান করায় ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। যদিও ডা. জুবাইদা রহমান কয়েক মাস আগে দেশে ফিরে ভোটার প্রক্রিয়া সম্পন্ন করেছেন, কিন্তু তারেক রহমান এখনো ভোটার নন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) প্রবাসী শাখা সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম চালু থাকলেও (লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার), তারেক রহমান সেখানে ভোটার হওয়ার জন্য কোনো আবেদন করেননি। ইসিকে জানানো হয়েছে, তিনি বাংলাদেশেই ফিরে ভোটার হবেন।

যদি কোনো কারণে তারেক রহমান তফসিল ঘোষণার আগে ভোটার হতে ব্যর্থ হন, তবে তার নির্বাচনে অংশ নেওয়ার পথ প্রায় রুদ্ধ হয়ে যাবে। এনআইডি অনুবিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, তফসিলের পরে ভোটার হওয়া প্রায় অসম্ভব।

তিনি জানান, "তফসিলের পরে ভোটার হতে গেলে কোর্ট থেকে একটি বিশেষ ডিক্লারেশন (ঘোষণা) লাগে। শুধু তাই নয়, এরপর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে (পাঁচ কমিশনার) বৈঠক হতে হয়। সেই বৈঠকে সকল কমিশনারকে সর্বসম্মতভাবে একমত হতে হয়। যদি পাঁচজনের মধ্যে একজন কমিশনারও দ্বিমত পোষণ করেন, তবে তিনি আর ভোটার হতে পারবেন না।"

বিএনপি ইতোমধ্যে আসন্ন নির্বাচনের জন্য ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় তারেক রহমানকে বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করা হয়েছে। কিন্তু তার এই মনোনয়ন চূড়ান্তভাবে বৈধ হওয়ার জন্য ভোটার তালিকার এই আইনি বাধ্যবাধকতা পূরণ করা অপরিহার্য।

সব মিলিয়ে, তারেক রহমানের দেশে ফেরা এবং তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তের এই 'মাহেন্দ্রক্ষণে' ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার ওপর তার নির্বাচনী ভবিষ্যৎ নির্ভর করছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

1

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

2

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

3

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

4

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

5

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

6

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

7

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

8

মেট্রোর ছাদে মানুষ উঠায় চলাচল বন্ধ

9

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

10

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

11

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

12

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

13

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

14

রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চরম অস্বস্তিতে নেতাকর্ম

15

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

16

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

17

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

18

চবির ‘হাওর স্টুডেন্ট'স এসোসিয়েশন’র নেতৃত্বে তাজিম-মাহফুজুর-অ

19

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

20
সর্বশেষ সব খবর