মাহমুদ বিন মারুফ
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

কুয়াশার চাদরে মোড়া সকাল, পাহাড় ছুঁয়ে আসা হিমেল বাতাস, চায়ের সুবাসে ভরা বিকেল—পাহাড়ি শহরগুলোর নাম উঠলেই সবার আগে মনে পড়ে দার্জিলিংয়ের কথা। হাতের নাগালের মধ্যে শীতল বাতাস আর দুর্দান্ত প্রকৃতির স্বাদ পেতে অনেকেই গ্রীষ্মকালীন ছুটিতে ছুটে যান মেঘ, পাহাড় আর হিমশীতল দার্জিলিংয়ে।

তবে পাহাড়ি এই জনপদে ঘুরে আসার পরও অনেকেই শহরটির গভীরতা ছুঁয়ে দেখার সুযোগ পান না। এমন কিছু অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন, যা ভ্রমণকে আরও অর্থবহ করে তুলতে পারত। যারা এর আগে গিয়েছেন কিংবা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল দার্জিলিংয়ের এমন সাতটি 'মাস্ট ডু' অভিজ্ঞতার তালিকা; যা মিস করলে আপনার ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে।

১. চা-বাগানের সবুজ ঢেউয়ে হাঁটা: দার্জিলিং মানে শুধু বিখ্যাত চা পান নয়, বরং চা-বাগানের সবুজ ঢেউয়ের ভেতর দিয়ে হেঁটে বেড়ানোও এক চমৎকার অভিজ্ঞতা। গাইডের সাহায্যে ‘হ্যাপি ভেলী টী এস্টেট’ বা ‘মাকেইবারি টী গার্ডেন’-এ গিয়ে চা বানানোর পদ্ধতি সরাসরি দেখতে পারেন। প্রকৃতি আর শিল্পের এই যুগলবন্দি ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলবে।

২. আধ্যাত্মিকতা ও পর্বতারোহণ স্মৃতি: দার্জিলিংয়ের প্রাণশক্তি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়। ঘুম মনাস্ট্রিতে অবস্থিত বিশাল বুদ্ধমূর্তি আর নীরব পরিবেশ যেন আপনাকে ভিন্ন এক জগতে নিয়ে যায়। কাছেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে দেখা যায় এভারেস্টজয়ী তেনজিং নোরগে ও শেরপাদের স্মৃতি।

৩. স্থানীয় হস্তশিল্প ও সংস্কৃতির ছোঁয়া: চৌরাস্তা ও নিউ মার্কেট ঘুরলে বোঝা যায় কেন দার্জিলিংকে সংস্কৃতির শহরও বলা হয়। কাঠের খেলনা, হাতে বানানো পশমি পোশাক ও স্থানীয় হস্তশিল্পের পসরা দেখে চোখ আটকে যায়। এই শিল্পকর্মগুলো স্থানীয় মানুষের জীবনের প্রতিচ্ছবি বলেই মনে হয়।

৪. পায়ে হেঁটে শহর দেখা: যারা দার্জিলিংকে শুধু গাড়িতে বসে দেখে ফেলেন, তারা অনেক কিছুই মিস করেন। শহরটিকে আপন করে নিতে হলে হাঁটার জন্য একদিন সময় রাখুন। মল রোড থেকে অবজার্ভেটরি হিল পর্যন্ত হেঁটে গেলে প্রকৃতি, স্থাপত্য ও মানুষের জীবনের এক অনবদ্য সংমিশ্রণ চোখে পড়বে।

৫. জীবন্ত ঐতিহ্য টয় ট্রেনে চড়া: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন কেবল বাহন নয়, বরং এটি নিজেই এক জীবন্ত ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই ট্রেন আপনাকে এক রূপকথার জগতে নিয়ে যাবে। কার্শিয়ং থেকে দার্জিলিং বা ঘুম পর্যন্ত যেকোনো রুটে আগেভাগে টিকিট কেটে চড়ে ফেলা উচিত।

৬. টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা: ভোরের কুয়াশা ভেদ করে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম আলো পড়া—এই দৃশ্য একবার দেখলে তা আজীবন মনে গেঁথে থাকবে। টাইগার হিলে ভোর ৪টার মধ্যে পৌঁছাতে পারলে আপনি হবেন এই প্রাকৃতিক চিত্রনাট্যের প্রত্যক্ষদর্শী।

৭. স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ: দার্জিলিংয়ের ঘ্রাণ কেবল বাতাসে নয়, খাবারেও। স্থানীয় থুকপা, মোমো বা নুডলসের স্বাদ না পেলে এই শহরের রন্ধন ঐতিহ্য থেকে বঞ্চিত হবেন। মল রোডের গলিপথে স্থানীয় রেস্টুরেন্ট ‘কোঙ্গা’ এবং ‘সোনাম’স কিচেনে’ ঢুঁ মারতে ভুলবেন না।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

1

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

2

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

3

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের গোলাগুলিতে নিহত ৪

4

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

5

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

6

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

7

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

8

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

9

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

10

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের

11

নিলামে বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স

12

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

13

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

14

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

15

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

16

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

17

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর:

18

ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র

19

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

20
সর্বশেষ সব খবর