নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম। আজ সকালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার নামে পারিবারিক জমি সংক্রান্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম দাবি করেন, যে জায়গাটি নিয়ে সংবাদ প্রচার করা হয়েছে, সেটি সম্পূর্ণভাবে তার নিজস্ব মালিকানাধীন সম্পত্তি। তিনি নিয়মিত ওই জমির খাজনা প্রদান করেন এবং জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, মানুষের সুবিধার কথা চিন্তা করে তিনি তার বাড়ির পেছন দিক দিয়ে নিজস্ব জায়গার ওপর দিয়ে একটি রাস্তা করে দিতে চেয়েছিলেন। কিন্তু একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ও দলীয় সম্মান ক্ষুণ্ন করতে তার এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন