ইসমাঈল আযহার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেমের বিবৃতি

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেমের বিবৃতি

ঈমান-আকিদা বিসর্জন দিয়ে কেবল নির্বাচনী সমঝোতার নামে গঠিত কোনো জোটকে ইসলামি জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। ঈমান-আকিদা সর্বাগ্রে। ইসলামি জোটের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সাধারণ মুসলমান ও তাওহিদি জনতাকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তথাকথিত এই নির্বাচনী সমঝোতাকে ‘ইসলামি জোট’ আখ্যা দিয়ে দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

যারা ইসমতে আম্বিয়া (নবীদের নিষ্পাপ হওয়া) স্বীকার করে না এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানে না, তাদের সঙ্গে ঐক্য গড়া মূলতঃ ইসলামি চিন্তা-চেতনার সুস্পষ্ট খেলাফ। প্রকৃতপক্ষে এ ধরনের ঐক্য কখনোই ইসলামের ঐক্য হতে পারে না। অতএব, তাদের সঙ্গে ঐক্য করা মোটেও সমীচীন নয়।


বৃহস্পতিবার (১ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো দাওয়াতুল ইহসান বাংলাদেশের প্রচার সম্পাদক মাহদী হাসানের পাঠানো দেশের শীর্ষ আলেমদের বিবৃতিতে এসব কথা বলেন।

জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আটটি ইসলামী দল জোট গঠন করছে। এ বিষয়ে বিবৃতিতে আলেমরা বলেন, সম্প্রতি ‘জামায়াতের নেতৃত্বে সমমনা ইসলামি জোট’ নামে একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে- মর্মে আমরা অবগত হয়েছি। উম্মাহর দ্বীনি স্বার্থ সংরক্ষণ ও আকিদাগত স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ববোধ থেকেই আমরা নিম্নোক্ত বক্তব্য পেশ করছি।


প্রথমত, কোনো রাজনৈতিক জোটের নামের সঙ্গে ‘ইসলাম’ বা ‘ইসলামি’ শব্দ যুক্ত হলেই তা শরিয়তের দৃষ্টিতে ইসলামি রাজনৈতিক জোট হয়ে যায় না। ইসলামি রাজনৈতিক জোটের মৌলিক পরিচয় হলো- আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার, কোরআন ও সুন্নাহ এবং সালফে সালেহীনের মানহাজ অনুসরণ এবং দ্বীনবিরোধী সব ধরনের আপস থেকে পূর্ণ দূরত্ব বজায় রাখা।

দ্বিতীয়ত, দেওবন্দী আকিদা ও মানহাজে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল বা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার পরিপন্থী চিন্তা-চেতনা, মতাদর্শ ও দর্শন লালনকারী কোনো দলের সঙ্গে ঐক্য গঠন করতে পারে না। এ ধরনের ঐক্য আকিদাগত বিভ্রান্তি সৃষ্টি করে, সাধারণ মুসলমানদের মাঝে ভুল বার্তা পৌঁছে দেয় এবং দ্বীনের মৌলিক অবস্থানকে দুর্বল করে।

তৃতীয়ত, ইসলামি রাজনীতি কখনোই কেবল ক্ষমতা অর্জনের কৌশল হতে পারে না। বরং তা হতে হবে দ্বীন রক্ষা, শরিয়তের মূল্যবোধ প্রতিষ্ঠা, বাতিল চিন্তাধারার মোকাবেলা এবং উম্মাহর ঈমান ও আকিদা সংরক্ষণের একটি দায়িত্বশীল মাধ্যম। আকিদাগত প্রশ্নে আপস করে গঠিত কোনো জোটকে ইসলামি রাজনীতির প্রতিনিধিত্বকারী বলা যায় না।

অতএব, আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত ‘সমমনা ইসলামি জোট’কে আমরা ইসলামি রাজনৈতিক জোট হিসেবে স্বীকৃতি দিই না। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী আলেম-উলামা, দ্বীনি সংগঠনসমূহ এবং সচেতন মুসলিম জনসাধারণকে এ বিষয়ে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

বিবৃতি দাতা দেশের শীর্ষ আলেমরা হলেন- আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী (মহাপরিচালক, বাবুনগর মাদরাসা, চট্টগ্রাম), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (মহাপরিচালক, হাটহাজারী মাদ্রাসা), আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, শায়েখ জিয়াউদ্দিন (আঙ্গুরা মোহাম্মদপুর, সিলেট), অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা নুরুল ইসলাম খান, আল্লামা আব্দুল আউয়াল পীর সাহেব নারায়ণগঞ্জ, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা শেখ আহমদ (শায়খুল হাদিস, হাটহাজারী মাদ্রাসা), মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), মুফতি আব্দুল মালেক (খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ), মুফতি কেফায়েত উল্লাহ (হাটহাজারী), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আবু তাহের নদবী (মহাপরিচালক, পটিয়া মাদ্রাসা), মাওলানা মুফতি মুবারকুল্লাহ (মুহতামিম, জামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া), মুফতি নাজমুল হাসান কাসেমী (উত্তরা, ঢাকা), শায়খুল হাদিস আবুল হাসান আলাউদ্দীন (বারিধারা), মাওলানা আব্দুল হক (ময়মনসিংহ), মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া (মুহতামিম, আরজাবাদ মাদ্রাসা, মিরপুর, ঢাকা), মাওলানা ইউনুছ আহমদ (রংপুর), মুফতি ফয়জুল্লাহ্ সন্দীপি (মুহতামিম, মাদানীনগর মাদ্রাসা), মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী (ময়মনসিংহ), মাওলানা নুরুল হক বট্টগ্রাম (কুমিল্লা), শায়েখ আলিমুদ্দিন দুর্লভপুরী (কানাইঘাট, সিলেট), মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (ময়মনসিংহ), মাওলানা আব্দুল কাদের (নারায়ণগঞ্জ) মাওলানা রশিদ আহমদ শাব্বির (কিশোরগঞ্জ), মাওলানা আনাস (ভোলা), শায়েখ মাশুক উদ্দিন (মুহতামিম, দরগাহ মাদ্রাসা, সিলেট), মাওলানা মহিউল ইসলাম বুরহান (রেঙ্গা, সিলেট)।

মাওলানা মুস্তাক আহমাদ (খুলনা), মাওলানা আনওয়ারুল করীম যশোরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী (লালবাগ, ঢাকা), মুফতি মাসঊদুল করীম (টঙ্গী, ঢাকা), মুফতি বশিরুল্লাহ (মাদানীনগর মাদ্রাসা, ঢাকা), মাওলানা খুবাইব বিন তৈয়ব (মহাপরিচালক, জিরি মাদ্রাসা), মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী (ময়মনসিংহ), মাওলানা ইউসুফ খাদিমানী (সিলেট), মাওলানা আব্দুল বছির (সুনামগঞ্জ), মাওলানা নিজামুদ্দীন (নোয়াখালী), মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম (ঢাকা), মুফতি জাবের কাসেমী (বারিধারা), মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমী (বারিধারা), মাওলানা শামসুদ্দীন (জামালপুর), মা‌ওলানা মতিউর রহমান কাসেমী (দিনাজপুর), মাওলানা কামরুজ্জামান (ফরিদপুর), মাওলানা আবু সাবের আব্দুল্লাহ (ঢাকা), মাওলানা আহমদ মায়মুন (ঢাকা), মাওলানা যাইনুল আবিদীন (ঢাকা), মুফতি সালাউদ্দিন (দিলু রোড, ঢাকা), মাওলানা মফিজুর রহমান (নেত্রকোনা), মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মাওলানা আলী আজম (বি-বাড়িয়া), মাওলানা বোরহান উদ্দিন কাসেমী (বি-বাড়িয়া), মাওলানা গাজী ইয়াকুব উসমানী (বি-বাড়িয়া), মাওলানা মাসরুরুল হক (মুহতামিম, উমেদন‌গর মাদ্রাসা, হবিগঞ্জ), মাওলানা জামিল আহমদ আনসারী (মৌলভীবাজার), মাওলানা আতাউল হক জালালাবাদী (দরগা মাদ্রাসা সিলেট), মাওলানা সানাউল্লাহ মাহমুদী (বরিশাল), মাওলানা আব্দুল হক কাওসারী (পটুয়াখালী), মাওলানা সৈয়দ শামীম আহমদ (সিলেট), মাওলানা আব্দুল মালিক চৌধুরী (সিলেট), মাওলানা এমদাদুল্লাহ শায়খে কাতিয়া (সিলেট), মাওলানা ড. শুয়াইব আহমদ,দিরাই, সুনামগঞ্জ।

মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (বাহাদুরপুর দরবার, মাদারীপুর), মাওলানা তাহের কাসেমী (নেত্রকোনা), মাওলানা জিয়াউল হক কাসেমী (শরিয়তপুর), মাওলানা মাহবুবুর রহমান (রাজবাড়ী), মাওলানা জাবের (মাগুরা), মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী (ঝিনাইদহ), মুফতি হোসাইন বিন ওয়াক্কাস (মনিরামপুর, যশোর), মাওলানা উবায়দুল্লাহ কাসেমী (মুন্সিগঞ্জ), মাওলানা হোসাইন আহমদ ইসহাকী (মুন্সিগঞ্জ), মাওলানা আলী আকবর কাসেমী (সাভার), মাওলানা কাজী জাবের কাসেমী (তাজাল্লা, মাগুরা), মাওলানা আমিনুল ইসলাম কাসেমী (সাভার), মুফতি আনওয়ারুল হক (লালবাগ, ঢাকা), মাওলানা মাহমুদুল হাসান (নারায়ণগঞ্জ) মাওলানা জুবায়ের আহমদ (লালবাগ, ঢাকা), মুফতি মোস্তাফিজুর রহমান (পোরশা, নওগাঁ), মাওলানা ইউনুস (মুন্সিগঞ্জ), মাওলানা খলিলুর রহমান (নওগাঁ), মাওলানা জাকির হোসাইন কাসেমী (নারায়ণগঞ্জ), মুফতি আলমগীর (পাতিয়ালা, মুন্সিগঞ্জ), মুফতি লুৎফর রহমান ফরায়েজী, মুফতি রিজওয়ান রফিকী (গাজীপুর), মুফতি আব্দুল জব্বার কাসেমী, মুফতি শফি কাসেমী (বগুড়া), মাওলানা মতিউর রহমান (গাজীপুর), মাওলানা শরীফ (টাঙ্গাইল), মাওলানা মাহফুজুর রহমান (ধামরাই), মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী (মুন্সিগঞ্জ), মাওলানা শরিফুল ইসলাম কাসেমী (টাঙ্গাইল), মাওলানা মাসরুর আহমাদ (শায়খে বাঘা, সিলেট), মাওলানা জিয়াউল হক কাসেমী (শরিয়তপুর), মাওলানা হারুন (মহাপরিচালক, ইকরা বোর্ড), মাওলানা শামসুল ইসলাম আরেফিন খান সাদী (মানিকগঞ্জ), মাওলানা আব্দুর রহিম কাসেমী (নরসিংদী), মাওলানা শেখ মুজিবুর রহমান, পিরোজপুর ও মাওলানা হাকিম নুরুজ্জামান (মনতলা, হবিগঞ্জ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

1

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

2

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

3

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

4

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

5

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

6

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ই

7

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

8

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

9

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

10

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

11

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

12

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

13

ভোটের জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

14

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

15

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

16

অবহেলায় নষ্ট হচ্ছে ১৪ কোটি টাকায় নির্মিত কিশোরগঞ্জ পৌর মার্ক

17

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

18

চরমোনাই পীর-মামুনুলের দলে থাকছে না জামায়াত

19

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

20
সর্বশেষ সব খবর