সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রানা সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
নিহত রানা সরদার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তালা উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রানা সরদার জাতপুর দিক থেকে মোটরসাইকেলযোগে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
রানা সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে চলছে শোক ও আহাজারি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন