ইসমাঈল আযহার
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

পরবর্তী সময়ে একজন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

গত সোমবার সকালে দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

একই দিন দুপুরে মেঘনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের ফটোকপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মী।

মনোনয়নপত্র জমাদানের আগে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং পরে মেঘনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন।

দোয়া অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

তিনি বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে হওয়ার মতো ঘটনার মধ্য দিয়ে একতরফা নির্বাচন হয়েছে, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জীবনের শেষ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আপনারাও গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আগামী দিনে আপনাদের পাশে থেকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করব।’

দুটি দোয়া অনুষ্ঠানে অংশ নেন দাউদকান্দি ও মেঘনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ড. খন্দকার মারুফ হোসেন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, কুমিল্লা-১ আসনে তিনি এবং ড. খন্দকার মোশাররফ হোসেন উভয়েই বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল মঙ্গলবার শোক জ্ঞাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বাবা-ছেলের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে কথা হয় ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে।

একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ১০ জন। 

তাদের মধ্যে রয়েছেন– খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের জামাল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওবায়েদ উল্লাহ, আমার বাংলাদেশ পার্টির সফিউল বাসার, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোজিত ধীমন, জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেখার আহসান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু জায়েদ আল মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

1

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তা

2

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

3

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

4

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

5

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

6

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

7

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

8

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

9

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

10

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

11

‘রানা প্লাজা ধস’ ছিল আওয়ামী লীগের তৈরি ট্র্যাজেডি

12

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

13

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

14

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

15

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

16

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

17

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

18

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

19

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

20
সর্বশেষ সব খবর