ডেঙ্গুতে একদিনেই হাসপাতালে ভর্তি ৪১৩, সতর্কতায় জোর

ডেঙ্গুতে একদিনেই হাসপাতালে ভর্তি ৪১৩, সতর্কতায় জোর
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৩ জন। এ সময় সুস্থ হয়ে ৪১০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৪১৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।

তবে গত দু’দিনে কোনো মৃত্যু হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২৪ জনের মৃত্যু হয়েছে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন