অনলাইন ডেস্ক: কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান কার্যক্রম ‘সীমিত’ করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলার সহকারী হাইকমিশন থেকেও ভিসা প্রদান বন্ধ করা হয়েছিল। ফলে বর্তমানে একমাত্র গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন ছাড়া ভারতের আর কোনো মিশন থেকে স্বাভাবিকভাবে পর্যটক ভিসা মিলছে না।
বুধবার (৭ জানুয়ারি) থেকে এই অঘোষিত সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক (বিজনেস) ও অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে।
মূলত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের জেরে ভিসা জটিলতা সৃষ্টি হয়। সেসময় বাংলাদেশে ভারতের চারটি ভিসা কেন্দ্রে ভাঙচুর ও বিক্ষোভের জেরে ভারত অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রদান বন্ধ রাখে। পরবর্তীতে কার্যক্রম চালু হলেও ভারতীয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আপাতত কেবল মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা দেওয়া হবে না। দীর্ঘ দিন ধরে চলা সেই অচলাবস্থার মধ্যেই এবার বাংলাদেশও ভারতীয়দের পর্যটক ভিসায় রাশ টানল।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন