রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সপরিবারে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রাজনীতির গণ্ডি পেরিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে একটি আন্তরিক পারিবারিক আবহ তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান সপরিবারে যমুনায় প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূস তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সাক্ষাতে দুই পরিবারের সদস্যরা কুশলাদি বিনিময়ের পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয়ে আলাপচারিতা করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার ইস্যুতে প্রফেসর ইউনূস ও তারেক রহমানের মধ্যে যোগাযোগ থাকলেও এবারের সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও সৌজন্যমূলক।
ঘণ্টাব্যাপী এই পারিবারিক আড্ডা শেষে রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান ও তার পরিবার যমুনা ত্যাগ করেন।
মন্তব্য করুন