নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনের পরিবেশ এবং প্রক্রিয়ার ওপর নজর রাখতে ইতোমধ্যে মিশনের পক্ষ থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষককে সারাদেশে মোতায়েন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্তা লাসে নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ইইউ মিশনের নিজস্ব নিরাপত্তা প্রটোকল বা ব্যবস্থা রয়েছে যা তারা কঠোরভাবে অনুসরণ করেন। ফলে বর্তমান পরিস্থিতিতে পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ তৈরির সম্ভাবনা তারা দেখছেন না। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী কার্যক্রমের অগ্রগতির সাথে সাথে প্রয়োজন অনুযায়ী পর্যবেক্ষকদের সংখ্যা আরও বাড়ানো হবে। মিশনের মূল লক্ষ্য হবে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা যাচাই করা।
উল্লেখ্য, সপ্তাহখানেক আগে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা ইইউ মিশন শুরু থেকেই একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে আসছে। সংবাদ সম্মেলনে মিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিবিড়ভাবে কাজ করবেন। ইইউ প্রতিনিধিদলের এই অবস্থান নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন