সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনি তফসিল নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সময়সূচি অনুযায়ী, অন্যান্য আসনের মতো এই দুটি আসনেও আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই তফসিল প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনা-১ ও ২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
ইসি জানিয়েছে, ওই দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
এর আগে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই দুই আসনের নির্বাচন অনিশ্চয়তায় পড়ে। গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে পাবনা-২ আসন হিসেবে নির্ধারণ করা হয়। পরে হাইকোর্ট ওই গেজেট অবৈধ ঘোষণা করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।
বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে ইসির ৪ সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী নির্বাচন করতে কোনো বাধা নেই বলে আদেশ দেন। এর ফলে সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন গঠনের বিষয়টি আইনি বৈধতা পায়। আপিল বিভাগের এই আদেশের ভিত্তিতেই ইসি আগের আংশিক তফসিল বাতিল করে নতুন সময়সূচি ঘোষণা করে।
মন্তব্য করুন