ইসমাঈল আযহার
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অকারণে হর্ন বাজানো সমাজের চরম বদভ্যাস: পরিবেশ উপদেষ্টা

অকারণে হর্ন বাজানো সমাজের চরম বদভ্যাস: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে। তিনি বলেন, অকারণে হর্ন বাজানো আমাদের সমাজের একটি গভীর ও চরম বদভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস পরিবর্তনের জন্য শুধু কঠোর আইন যথেষ্ট নয়, মানুষের আচরণগত পরিবর্তনও জরুরি।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক বিশাল মোটর শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরিবেশ অধিদফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’-এর গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, পরিবেশ অধিদফতরের পাশাপাশি পুলিশকেও সরাসরি ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা এখন থেকে শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। তিনি ঢাকার ঘোষিত নীরব এলাকাগুলোতে মনিটরিং জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি আরও জানান, শব্দদূষণের দুটি প্রধান উৎস—হর্ন ও আতশবাজি—নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। নববর্ষে আতশবাজি ফোটানোর ক্ষেত্রে নির্দিষ্ট স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তরুণ সমাজ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বপ্রণোদিত হয়ে মানুষকে হর্ন না বাজানোর বার্তা ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বধিরতার ঝুঁকি থেকে বাঁচাতে শব্দদূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

‘আর নয় শব্দদূষণ, জয় হোক সুস্থ জীবন’—এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার ও বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পরিবেশ অধিদফতর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত ১০ দিনব্যাপী মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম এই মোটর শোভাযাত্রার মাধ্যমে সমাপ্ত হয়। তরুণ স্বেচ্ছাসেবকরাও পুরো কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

1

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

2

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

3

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

4

পাঞ্জাবে ঘন কুয়াশায় ট্রাক উল্টে নিহত ১৪

5

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

6

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

7

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

8

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

9

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

10

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

11

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

12

সিলিন্ডার আছে গ্যাস নাই: এলপিজি নিয়ে দেশজুড়ে তুঘলকি কাণ্ড

13

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

14

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

15

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

16

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

17

দুই বছরেও শেষ হয়নি কাজ, সংযোগ সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে গার্ড

18

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

19

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

20
সর্বশেষ সব খবর