পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত পদক্ষেপের পক্ষে অবস্থান নেয়। আলোচনা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে সহযোগিতামূলক সমাধানকে বাংলাদেশ সমর্থন করে।
তৌহিদ হোসেন বলেন, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই রিপোর্টিংয়ের সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একইসঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীল শাসনের ওপর বৈশ্বিক গুরুত্ব বাড়ছে। প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক সংহতির জন্য জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পেশাজীবীদের শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, নৈতিক দৃঢ়তা ও দায়বদ্ধতাও প্রয়োজন। সাফা সম্মেলনের মতো আয়োজন জ্ঞান বিনিময়, সেরা অভ্যাস ভাগাভাগি এবং অর্থবহ সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, নৈতিক এআই ও টেকসই রিপোর্টিংয়ের সমন্বয়ে বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং পেশা নতুন পর্যায়ে প্রবেশ করছে, যা ব্যবসায়িক ঝুঁকি, বিনিয়োগকারীদের প্রত্যাশা ও জনআস্থাকে নতুনভাবে গড়ে তুলছে।
সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন। এতে তিনটি টেকনিক্যাল অধিবেশন ও একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, প্রযুক্তিগত অগ্রগতি যেমন সুযোগ তৈরি করে, তেমনি চ্যালেঞ্জও নিয়ে আসে। শক্তিশালী নৈতিক সুরক্ষা ছাড়া এআই-চালিত ব্যবস্থা অ্যালগরিদমিক যোগসাজশ ও অস্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করতে পারে।
সম্মেলনে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক হিসাব পেশা সংস্থার সভাপতি জ্যঁ বুকো, সাফার উপদেষ্টা আশফাক ইউসুফ তোলা, আইসিএবি সভাপতি এন কে এ মোবিন এবং আয়োজক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফরহাদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদীব হোসেন খান।
মন্তব্য করুন