ইবনে জারির
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সরকারের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পদত্যাগকারী উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

প্রেস ব্রিফিং: সূত্র জানায়, দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।

নেপথ্যের কারণ ও প্রেক্ষাপট: সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকে এই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের বিষয়টি উঠে আসে। সরকারের উচ্চপর্যায় এবং উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যে একটি সাধারণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয় যে, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা উচিত হবে না—তারা নির্বাচনে অংশ নিন বা না নিন।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরও কিছুটা সময় চেয়েছিলেন। মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছিলেন। তবে গত মাসের মাঝামাঝি সময়ে আবারও তাদের পদত্যাগের জন্য তাগাদা দেওয়া হয়। অবশেষে তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে তারা সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজনকে সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

1

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

2

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

3

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

4

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন

5

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

6

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

7

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

8

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

9

হবিগঞ্জে বিজিবির জোড়া অভিযান: ৬২ লাখ টাকার কসমেটিকস ও গাঁজা

10

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

11

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

12

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

13

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

14

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

15

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৬

16

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

17

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

18

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

19

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

20
সর্বশেষ সব খবর