ইবনে জারির
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। দীর্ঘ ৯ মাস বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, সেই লক্ষ্য নিশ্চিত করতেই আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে রোববার (১১ জানুয়ারি) বরিশাল বিভাগীয় ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশে ভিন্নমত ও দল থাকবে, তবে ভবিষ্যতে দেশ কেমন হবে—তা নির্ধারণ করবে জনগণ। বাংলাদেশের সংবিধান নিয়ে এতদিন ছেলেখেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র ১৭ মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশের সব মানুষের সমর্থন থাকলেও দুই-তৃতীয়াংশের জোরে তা বাতিল করা হয়েছিল। এরপর থেকে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় উচ্চকক্ষের অনুমতি লাগবে। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টিকে এতদিন ‘তামাশা’ হিসেবে ব্যবহার করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় সনদে তা হতে দেওয়া হবে না। এতদিন রাজনৈতিক ফায়দা হাসিলে রাষ্ট্রপতির নামে ক্ষমার চিঠি ইস্যু হতো। এছাড়া জাতীয় সনদে সংসদে এমন ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে নিজ দলের বেইনসাফি সিদ্ধান্তের বিরুদ্ধেও দলের নেতারা কথা বলতে পারেন। অযোগ্য ব্যক্তিরা যাতে ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কোনো চেয়ারে বসতে না পারে, সেজন্য স্বাধীন নির্বাচন কমিশন ও পিএসসি বোর্ড গঠনের ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। তিনি ইমামদের উদ্দেশে বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও খুনি ও মাফিয়াদের হাতে চলে যাবে। সমাজে মানুষ আপনাদের কথা বিশ্বাস করে, তাই আপনাদের সবার উচিত মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করা। বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

1

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

2

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

3

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

4

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

5

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

6

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

7

পাক হামলায় ২৩ আফগান সেনা নিহত

8

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

9

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন: হাসপাতালে ভিড় না করার অনুরোধ

11

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

12

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

13

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

14

সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির জরুরি বৈঠক

15

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

16

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

17

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

18

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

19

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

20
সর্বশেষ সব খবর