সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দূরপাল্লার বাসের চাপায় শামিম ওসমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শামিম নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পাল পাড়ার জহিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার আবুল হোসেনের ছেলে মাকসুদ (২৭) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘প্রান্তিক পরিবহন’-এর একটি দূরপাল্লার বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আরোহী শামিম ওসমান বাসের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত মাকসুদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। শামিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শামিম ওসমান মারা গেছেন এবং অপরজন গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন