মোহাম্মদ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার (কুমিল্লা): কুমিল্লার ১১টি সংসদীয় আসনেই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) কুমিল্লা প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশে সাধারণ মানুষ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে একটি নতুন ও কার্যকর রাজনৈতিক কাঠামো প্রত্যাশা করে। সেই লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে ‘১ বক্স নীতি’ গ্রহণ করা হয়েছিল। তবে বাস্তবতার নিরিখে সেই ঐক্যের উদ্যোগ আজ ভেস্তে যাওয়ার পথে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘১ বক্স নীতি’-তে সবশেষে যুক্ত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ শুরু করেছে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় স্বার্থকে চরম অগ্রাধিকার দেওয়া এবং অন্যান্য ইসলামপন্থী দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে দেখার মানসিকতাই মূলত বৃহৎ ঐক্যকে বাধাগ্রস্ত করেছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকের সময় নিয়ে টালবাহানা করা, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে উপেক্ষা, সীমিত সংখ্যক ও বিতর্কিত আসন প্রস্তাব এবং গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের শিকার হতে হয়েছে তাদের। এ ছাড়াও জামায়াতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণা এবং ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবরে ইসলামী আন্দোলন বিব্রতকর অবস্থায় পড়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
দলটির নেতারা স্পষ্ট করে জানান, তারা সবসময় নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে ছিলেন, কিন্তু ইসলামী রাজনীতিকে কোনো নির্দিষ্ট দলের একক মালিকানায় পরিণত করার বিপক্ষে তাদের অবস্থান অনড়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো করুণা বা দয়ার রাজনীতি করে না; বরং ইসলাম ও দেশের স্বার্থেই তারা তাদের রাজনৈতিক পথচলা অব্যাহত রাখবে। সাম্প্রতিক সময়ে দলটির বিরুদ্ধে চালানো বিভিন্ন প্রোপাগান্ডাকে তারা পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-০১ আসনের প্রার্থী মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা-০২ আসনের প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম। কুমিল্লা-১০ আসনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় এ সময় জেলার অন্য সব আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কুমিল্লা-০৪ আসনের আলহাজ্ব আব্দুল করীম, কুমিল্লা-০৫ আসনের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা-০৬ এর অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ এবং কুমিল্লা-০৯ এর আলহাজ্ব সেলিম মাহমুদ। সংবাদ সম্মেলনে দলটির জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করেন।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন