ইসমাঈল আযহার
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ খালেদা জিয়ার স্মরণে ‘নাগরিক শোকসভা’

আজ খালেদা জিয়ার স্মরণে ‘নাগরিক শোকসভা’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘নাগরিক শোকসভা’। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গাম্ভীর্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিয়মাবলি ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি জানান, এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীরা বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলো অতিথি হিসেবে আমন্ত্রিত থাকলেও তারা দর্শকসারিতে অবস্থান করবেন।

মাহবুব উল্লাহ বলেন, গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের মানুষ ব্যাপকভাবে শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। সেই আবেগ থেকেই নাগরিক সমাজের পক্ষ থেকে এই পবিত্র আয়োজন করা হয়েছে, যেখানে গাম্ভীর্য রক্ষা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, দর্শনগতভাবে মানুষের প্রতিটি কাজ কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। সে অর্থে আয়োজনটি রাজনৈতিকও, আবার অরাজনৈতিকও—কারণ বক্তব্য দেবেন কেবল পেশাজীবীরা, রাজনৈতিক দলভুক্ত কেউ নন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন।

আয়োজকেরা শোকসভার জন্য বেশ কিছু কঠোর নিয়ম ঘোষণা করেছেন। এই অনুষ্ঠানে সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করা যাবে না। তবে তালিকাভুক্ত অতিথিদের কেউ আমন্ত্রণপত্র আনতে ভুলে গেলে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে।

আয়োজকদের মতে, এটি কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ নয়; বরং শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান।

মিডিয়ার প্রতিনিধিদের আগ্রহের কারণে আড়াই হাজারের বেশি আমন্ত্রণপত্র সাংবাদিকদের পাঠানো হয়েছে। ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের জন্য আলাদা বুথ থাকবে। অফিস কর্তৃক দায়িত্বপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাম্যান বা মাল্টিমিডিয়াকর্মীরা আমন্ত্রণপত্র সাপেক্ষে প্রবেশ করতে পারবেন।

লাইভ কভারেজের জন্য দক্ষিণ প্লাজায় সাংবাদিকদের জন্য ওয়াই-ফাই, টাওয়ারসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা থাকবে। বিটিভি মূল লাইভ সম্প্রচার করবে এবং অন্যান্য চ্যানেল চাইলে সেখান থেকে ফিড নিতে পারবে।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রবেশপথ খুলে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাধা নেই

1

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

2

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

3

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

4

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

5

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

6

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

7

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

8

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

9

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

10

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

11

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

12

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

13

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

14

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

15

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

16

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

17

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

18

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

19

নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

20
সর্বশেষ সব খবর