মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির মারিশ্যা জোন (২৭ বিজিবি) সম্প্রতি দরিদ্র ও অসহায় চারটি পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে। এটি জোনের সম্প্রতি গ্রহণকৃত মানবিক উদ্যোগের অংশ।
অনুদান বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে জনসেবামূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিজিবির এমন কার্যক্রম সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করছে।
মন্তব্য করুন