রকিব মুহাম্মদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সুরক্ষায় ‘দায়মুক্তি আইন’ অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সুরক্ষায় ‘দায়মুক্তি আইন’ অনুমোদন

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘দায়মুক্তি আইন’ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক বিফ্রিংয়ে আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন। এর ফলে বিপ্লবকালীন প্রতিরোধমূলক কর্মকাণ্ডের জন্য অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।

ব্রিফিংয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে, তবে সরকার তা প্রত্যাহার করে নেবে। একইসঙ্গে এসব বীর যোদ্ধাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হবে না। জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা দায়ের হয়েছে কি না, সরকার বর্তমানে অত্যন্ত গুরুত্বের সাথে তা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিহিংসামূলক আইনি হয়রানি থেকে নিরাপদ রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে, এই ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় আত্মরক্ষার্থে বা ফ্যাসিস্ট শক্তির খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য তাদের দায়মুক্তি পাওয়া একটি ন্যায্য অধিকার।

অধ্যাদেশটির আইনি ও আন্তর্জাতিক যৌক্তিকতা তুলে ধরে অধ্যাপক আসিফ নজরুল বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উদাহরণ হিসেবে তিনি আরব বসন্তসহ সমসাময়িক কালের বিভিন্ন বিপ্লব পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেন, যেখানে গণ-অভ্যুত্থানকারীদের সুরক্ষায় অনুরূপ আইন করা হয়েছিল। এ ছাড়া বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এ ধরনের দায়মুক্তি আইনের স্পষ্ট সাংবিধানিক বৈধতা রয়েছে বলেও তিনি দাবি করেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে জুলাই বিপ্লবের অংশগ্রহণকারীদের আইনি নিরাপত্তা ও তাদের কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত হলো।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

1

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

2

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

3

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

4

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

5

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

6

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

7

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

8

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

9

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

10

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

11

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

12

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

13

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

14

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

15

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

16

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, ভারত নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস

17

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

18

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

19

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

20
সর্বশেষ সব খবর