ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে বর্তমানে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে অনেক প্রার্থী শত শত লোক নিয়ে হাজির হচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মাধ্যমে মহড়াও দিচ্ছেন।
তিনি আরও বলেন, যারা অতীতে সুযোগ পেয়ে দেশের সম্পদ লুট করে বিদেশে চলে গেছেন এবং সেখানে সম্পদ গড়ে তুলেছেন, তারা এখন দ্বৈত নাগরিক হয়েও দেশে ফিরে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছেন। এনসিপি কোনোভাবেই এসব দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশ নিতে দেবে না।
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, সে ক্ষেত্রে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই দায়সারা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
মন্তব্য করুন