মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্যপাড়া ও ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের অনুমতি তোয়াক্কা না করে ওই এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আবাদি জমির উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০২৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইনের ১৩ ধারায় দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ গণমাধ্যমকে বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুকুর খনন কিংবা কৃষিজমির মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি পরিবেশ ও কৃষিজমির অপূরণীয় ক্ষতি করে। তিনি আরও হুঁশিয়ারি প্রদান করে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আর.এম/সকালবেলা
মন্তব্য করুন