মোঃ ইউসুফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে জেলার মাধবপুর এবং চুনারুঘাট উপজেলায় ৫৫ বিজিবির পৃথক টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের একটি বড় চালান প্রবেশের খবর পেয়ে কৌশলগতভাবে অবস্থান নিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানের বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটিতে থাকা ধানের তুষের বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে এই অভিযান চালানো হয়। অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিজিবি সদস্যরা খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালায়। সেখানে ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে দুই অভিযানের কোনোটিতেই কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধারকৃত মাদক ও চোরাই পণ্যগুলো প্রচলিত আইন অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনার সাথে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে থাকবে উল্লেখ করে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন