পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোঃ শাহেদ ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বকসি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট ফেস-টু'-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত শাহেদ ফারুক উপজেলার চালুনিয়া এলাকার মৃত শাহ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান,“শাহ মোঃ শাহেদ ফারুক কে বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন