মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন সেনাসদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর টহল দলটি মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। বেলেঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টহলগাড়িটি ছিটকে সড়কের পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায় এবং ভেতরে থাকা চার সদস্য আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও অন্য সেনাসদস্যরা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান জানান, আহতদের আঘাত গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও তাকে আটকে অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন