মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা থেকে: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন। এবারের নির্বাচনে জেলার ১১টি সংসদীয় আসনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট। 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে জেলাভিত্তিক নিবন্ধনে কুমিল্লা বর্তমানে শীর্ষে রয়েছে। এ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনেক আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান কম হলে এই বিশাল সংখ্যক পোস্টাল ভোটই হয়ে উঠতে পারে ভাগ্য নিয়ন্ত্রক।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে সর্বোচ্চ ১৩ হাজার ৯৩৮ জন ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন। এর পরেই রয়েছে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন, যেখানে ভোটার সংখ্যা ১২ হাজার ৫৪১ জন। এছাড়া কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১২ হাজার ৩৩০ জন, কুমিল্লা-৬ (সদর) আসনে ১১ হাজার ৯১৬ জন এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ হাজার ১৬৩ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। অন্যান্য আসনের মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ হাজার ১০৫ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ৯ হাজার ৪৯৮ জন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ৮ হাজার ৫৯৯ জন এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ৮ হাজার ৪৪৮ জন ভোটার রয়েছেন। সর্বনিম্ন নিবন্ধন হয়েছে কুমিল্লা-২ ও কুমিল্লা-৭ আসনে, যেখানে ভোটার সংখ্যা যথাক্রমে ৭ হাজার ২৯০ এবং ৫ হাজার ৭২২ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, পোস্টাল ব্যালটের এই তালিকায় রয়েছেন নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং প্রবাসীরা। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় সংসদ নির্বাচনের প্রতীক সংবলিত ব্যালট এবং গণভোটের জন্য নির্ধারিত গোলাপি রঙের পৃথক ব্যালট পেপার ডাকযোগে পাঠানো হয়েছে। ভোটাররা তাদের পছন্দমতো ভোট প্রদান শেষে ব্যালট পেপারটি পুনরায় ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টায় প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এই পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এবার পোস্টাল ভোটে রেকর্ড পরিমাণ সাড়া পাওয়া গেছে বলে মনে করছে কমিশন।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন