নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: কনকনে শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা ভোর। চারদিকে যখন নিস্তব্ধতা, ঠিক তখনই শীতের তীব্রতাকে উপেক্ষা করে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের দ্বারে দ্বারে কম্বল হাতে পৌঁছে গেলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফজরের নামাজের পর উপজেলার বিভিন্ন এলাকায় এই মানবিক দৃশ্য দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনভর নির্বাচনী ও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার পরও ইউএনওর মনে জেগে ওঠে উপজেলার অসহায় মানুষগুলোর কথা। তীব্র শীতে যারা একটি কম্বলের অভাবে কষ্ট পাচ্ছেন, তাদের কষ্টের কথা ভেবেই তিনি তাৎক্ষণিকভাবে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেন। তার নির্দেশনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত প্রস্তুতি সম্পন্ন করেন। ভোরে অন্ধকার কাটার আগেই ইউএনওকে নিজের পাশে দেখে বিস্ময় প্রকাশ করেন এতিমখানার শিশু ও বয়োবৃদ্ধরা। হঠাৎ পাওয়া এই উপহারে অনেক অসহায় মানুষের চোখে কৃতজ্ঞতার অশ্রু দেখা যায়।
ইউএনও উম্মে হাবিবা মজুমদার জানান, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ সীমিত থাকলেও প্রকৃত দুস্থদের কাছে সাহায্য পৌঁছে দিতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “এটি কেবল সরকারি দায়িত্ব নয়, মানবিক মূল্যবোধ থেকেই আমি তাদের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।”
কম্বল বিতরণকালে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ। শীতের এই ভোরে সরকারি কর্মকর্তার এমন সরাসরি উপস্থিতি এবং মানবিক স্পর্শ স্থানীয় নিম্নআয়ের মানুষ ও এতিম শিশুদের মাঝে আশার আলো যুগিয়েছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন