নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই অতর্কিত হামলা চালানো হয়। হামলায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুলাইযোদ্ধা ও রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়ক দিয়ে যাওয়ার পথে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর হামলা চালায়। জুলাইযোদ্ধাদের দাবি, চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জুলাইযোদ্ধা জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বৈরাচারের দোসররা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাইয়ের আহত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এই হামলার পেছনে সন্দেহভাজন স্বৈরাচারের দোসরদের দায়ী করেন। উল্লেখ্য, হাসান আলী ওই আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন। অন্যদিকে, হামলার তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক ওমর ফারুক বলেন, যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এ ধরনের হামলা নির্বাচন ও রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে তিনি মন্তব্য করেন। আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের ঘনিষ্ঠরা জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন