ইসমাঈল আযহার
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ খালেদা জিয়ার স্মরণে ‘নাগরিক শোকসভা’

আজ খালেদা জিয়ার স্মরণে ‘নাগরিক শোকসভা’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘নাগরিক শোকসভা’। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গাম্ভীর্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিয়মাবলি ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি জানান, এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীরা বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলো অতিথি হিসেবে আমন্ত্রিত থাকলেও তারা দর্শকসারিতে অবস্থান করবেন।

মাহবুব উল্লাহ বলেন, গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের মানুষ ব্যাপকভাবে শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। সেই আবেগ থেকেই নাগরিক সমাজের পক্ষ থেকে এই পবিত্র আয়োজন করা হয়েছে, যেখানে গাম্ভীর্য রক্ষা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, দর্শনগতভাবে মানুষের প্রতিটি কাজ কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। সে অর্থে আয়োজনটি রাজনৈতিকও, আবার অরাজনৈতিকও—কারণ বক্তব্য দেবেন কেবল পেশাজীবীরা, রাজনৈতিক দলভুক্ত কেউ নন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন।

আয়োজকেরা শোকসভার জন্য বেশ কিছু কঠোর নিয়ম ঘোষণা করেছেন। এই অনুষ্ঠানে সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করা যাবে না। তবে তালিকাভুক্ত অতিথিদের কেউ আমন্ত্রণপত্র আনতে ভুলে গেলে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে।

আয়োজকদের মতে, এটি কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ নয়; বরং শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান।

মিডিয়ার প্রতিনিধিদের আগ্রহের কারণে আড়াই হাজারের বেশি আমন্ত্রণপত্র সাংবাদিকদের পাঠানো হয়েছে। ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের জন্য আলাদা বুথ থাকবে। অফিস কর্তৃক দায়িত্বপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাম্যান বা মাল্টিমিডিয়াকর্মীরা আমন্ত্রণপত্র সাপেক্ষে প্রবেশ করতে পারবেন।

লাইভ কভারেজের জন্য দক্ষিণ প্লাজায় সাংবাদিকদের জন্য ওয়াই-ফাই, টাওয়ারসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা থাকবে। বিটিভি মূল লাইভ সম্প্রচার করবে এবং অন্যান্য চ্যানেল চাইলে সেখান থেকে ফিড নিতে পারবে।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রবেশপথ খুলে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

1

কয়রায় উপকূলীয় শীতার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোকাস এইড’

2

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগে মারিশ্যা জোন

3

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

4

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

5

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

6

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

7

মান্দায় কৃষিজমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমান

8

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

9

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

10

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

11

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

12

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদে

13

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

14

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

15

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

16

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

17

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

18

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

19

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

20
সর্বশেষ সব খবর