ইবনে জারির
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের (ডিসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এমন অপ্রয়োজনীয় ও তুচ্ছ বিষয় ধরে এসব প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর পেছনে কোনো মহলের ইন্ধন রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ করেন।

বাতিল হওয়া আসন ও কারণ: বাছাই প্রক্রিয়ায় গাইবান্ধা-১, কুড়িগ্রাম-৩, যশোর-২, জামালপুর-৩, ঢাকা-২, কুমিল্লা-৩ এবং কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

  • গাইবান্ধা-১: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ায় এ আসনে প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে জামায়াতের দাবি, একই কারণ থাকা সত্ত্বেও অন্যান্য জেলায় এমপিওভুক্ত শিক্ষকদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যা দ্বিমুখী আচরণ।

  • কুড়িগ্রাম-৩ ও যশোর-২: বিদেশি নাগরিকত্ব ত্যাগের নথিপত্র জমা না দেওয়ার কারণ দেখিয়ে এই দুই আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জামায়াতের বক্তব্য: বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘কোনো কোনো ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যমূলক বাড়াবাড়িতে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রদত্ত তথ্য-প্রমাণ ও কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা সমীচীন হয়নি। কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘এ রকম চলতে থাকলে নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন।’’

সিইসির প্রতি আহ্বান: রিটার্নিং কর্মকর্তারা যেন গুরুত্বহীন ও তুচ্ছ ঘটনায় প্রার্থিতা বাতিল না করেন, সে বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা। একইসঙ্গে যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র ‘তুচ্ছ অজুহাতে’ বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা বৈধ ঘোষণার দাবিও জানান তিনি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

1

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

2

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

3

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

4

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

5

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

6

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

7

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

8

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

9

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

10

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

11

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

12

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

13

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

14

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

15

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

16

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

17

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

18

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

19

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

20
সর্বশেষ সব খবর