রকিব মুহাম্মদ
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে তারেক রহমানের এই সফরের বিষয়টি জানানো হয় দলের কেন্দ্রীয় নেতাদের। বিষয়টি নিশ্চিত করা হয় চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে।

তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়তেই জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণ করে নিতে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছেন তারা। নির্বাচনী জনসভাকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভা ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি।

বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, তারেক রহমানের বরিশাল সফরের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে। তিনি বলেন, বুধবার রাতে গুলশান কার্যালয়ে গেলে চেয়ারম্যান আমাদের বরিশাল সফরের আয়োজন করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে স্বাগত জানাতে আমরা প্রস্তুতি শুরু করেছি। আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা, মহানগর ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন। সভায় নির্বাচনী জনসভা সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই সফরে তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মিসভায় অংশ নেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতু উদ্বোধন করেন।

আনোয়ারুল হক তারিন বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন বরিশালের রাজনীতিতে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার বার্তা বহন করছে।

এদিকে নেতার আগমনের খবরে বরিশালের বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন নেতাকর্মীরা। বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানান, আগামী ২৬ জানুয়ারির নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে জোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

1

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

2

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

3

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

4

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

5

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

6

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

7

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

8

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

9

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

10

আত্মগোপনে সভাপতি, স্থবির পড়ে আছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স

11

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

12

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

13

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

14

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

15

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

16

আজ খালেদা জিয়ার স্মরণে ‘নাগরিক শোকসভা’

17

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

18

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

19

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

20
সর্বশেষ সব খবর