ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল তিনি নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে—কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর মন্তব্য ও লেখালেখি করছেন।
তিনি আরও বলেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি সবিনয় অনুরোধ—এ ধরনের অনভিপ্রেত কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
জামায়াত আমিরের মতে, এ ধরনের মন্তব্য পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যের জন্য ক্ষতিকর এবং তা এড়িয়ে চলাই সবার জন্য মঙ্গলজনক।
মন্তব্য করুন