ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও জোট বিষয়ক চূড়ান্ত অবস্থান জানাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন করবে।
দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ২৫৩টি আসনের সমঝোতা ঘোষণা করেছে। ওই তালিকায় জামায়াতের জন্য ১৭৯টি, এনসিপির জন্য ৩০টি এবং অন্যান্য শরিকদের জন্য আসন বরাদ্দ থাকলেও ইসলামী আন্দোলনের জন্য কোনও আসন নির্ধারণ করা হয়নি।
মন্তব্য করুন