সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভাস্থলে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ও দুপুরের দিকে আমন্ত্রিতরা প্রবেশ করতে শুরু করেছেন।
জুমার নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা থেকে প্রবেশের কার্যক্রম শুরু হয়। সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগতদের ভীড় লক্ষ্য করা গেছে, পাশাপাশি বাইরে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রবেশের সময় ভিড় ক্রমশ বাড়ছে। অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের পাশাপাশি পেশাজীবী এবং বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরাও অংশ নিচ্ছেন। ৬ নম্বর গেট দিয়ে বিভিন্ন দূতাবাসের গাড়ি প্রবেশ করতে দেখা গেছে।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু দলীয়ভাবে প্রদত্ত আমন্ত্রণপত্রধারীরাই প্রবেশ করতে পারবেন। গাড়ি প্রবেশের জন্যও বিশেষ কার্ড বাধ্যতামূলক। প্রবেশের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এবং বিএনপির স্বেচ্ছাসেবকরা অবস্থান করছেন।
বিএনপির স্বেচ্ছাসেবকরা জানান, যারা প্রবেশ করতে পারবেন না, তারা বাইরে বড় স্ক্রিনে অনুষ্ঠানটি দেখতে পারবেন। গেটের বাইরে থাকা কয়েকজন সমর্থক বলেন, তারা জিয়া পরিবারকে ভালোবেসে এবং আপোষহীন নেত্রীর জন্য দোয়া করতে এসেছেন।
নাগরিক শোকসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্তব্য করুন