কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম, খুন, হয়রানি ও নির্যাতনের শিকার হলেও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। এক ভাই গুম হয়েছেন, আরেক ভাই রাস্তায় নেমেছেন। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা এভাবে আপসহীন, কেউ ষড়যন্ত্র করে সেই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশা-আল্লাহ।’
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, হাজারো নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তাদের কিছু পরিবার আজ এখানে উপস্থিত। ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর বোঝা ৬০ লক্ষ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে থাকতে হয়েছে। এসব মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘বহু বছর দেশ, স্বজন ও মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। হয়তো সীমাবদ্ধতা ছিল, তবে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘বিভীষিকাময় দিনের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যারা স্বজন হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। এই দুঃসহ সময়ে অনেক সন্তান তাদের কষ্টের কথা বলেছেন—যারা কোনো দিন বাবার মুখ দেখেনি। একমাত্র আল্লাহই জানেন, তারা আদৌ তাদের বাবাকে দেখতে পাবে কি না। অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে, হয়তো একদিন গুম হয়ে যাওয়া বাবা দরজায় কড়া নাড়বেন।’
মন্তব্য করুন