জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে ঐক্য পরিষদের নেতারা এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে তাঁরা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং পরে তারেক রহমানের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন।
আলাপকালে তারেক রহমান একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁদের আশ্বস্ত করেছেন যে, আগামীর বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অধিকার নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, একটি কার্যকর গণতন্ত্র ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সবসময় সচেষ্ট থাকবে এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা প্রদানে কাজ করবে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে চলমান শোকাবহ পরিস্থিতির মধ্যে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে গুলশান কার্যালয়ে এসে সমবেদনা জানাচ্ছেন।
মারুফ/সকালবেলা
মন্তব্য করুন